1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
কষ্টের নির্মাম যন্ত্রণায় নিঃস্ব একই পরিবারের ৩ প্রতিবন্ধীর মা সেলেমা বেগম - dailynewsbangla
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মান্দায় ইউএনও শাহ আলম ইউক্যালিপটাসের চারা নিধন করলেন প্রেমের টানে মেয়ের নানার বাড়িতে ছেলের অনশন, বিয়েতে অনীহা ছেলের পরিবারের রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক বোয়ালমারীতে মাদক কারবারি আটক ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মান্দায় মাদ্রাসা ভবন নির্মাণের সামগ্রী নিয়ে উধাও শ্রমিকেরা ঘোড়াঘাটে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে নওগাঁ পৌরসভার বেহাল রাস্তাগুলো  মৎস্যজীবীকে হত্যার ঘটনায় বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের ঘোড়াঘাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালংকার লুট থানায় অভিযোগ

কষ্টের নির্মাম যন্ত্রণায় নিঃস্ব একই পরিবারের ৩ প্রতিবন্ধীর মা সেলেমা বেগম

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ০৪নং ইউনিয়নের ০৩নং ওয়ার্ডে বসবাস রত মৃত.মো:সুলতান মোল্লার তিন প্রতিবন্ধী ছেলে আসহায় দিন পার করছে।

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলায় ০৪নং ইউনিয়নের ০৩নং ওয়ার্ডে বসবাস রত মৃত.মো:সুলতান মোল্লার তিন প্রতিবন্ধী ছেলে আসহায় দিন পার করছে। প্রতক্ষ ভাবে জানাজায় ০৩নং ওয়ার্ডে বাসিন্দা মৃত মো: সুলতান মোল্লা একবছর আগে দুরারগ্য ব্যাধিতে ঢাকায় চিকিৎসা অবস্থায় মারা জায়। পিতার অসুস্থ্যতার খবরে মেঝো ছেলে মো: সাগর মোল্লা (২০) দেখতে গেলে ঢাকায় গাড়ীর ধক্কায় পঙ্গুহয়ে যায়।

বড় ছেলে মোঃ শাওন (২২) ও ছোঠ ছেলে মো: মেহেদী(১২) জন্মগত ভাবে প্রতিবন্ধী। উক্ত পরিবারের সম্ভল বলতে মাথা গোজার মতো একটুকরো ভিটে। মৃত.মো:সুলতান মোল্লার স্ত্রী মোসা: সেলেমা আক্তার সংসার পরিচালোনায় দিন দিন অসহায় হয়ে পড়ছেন। তিন প্রতিবন্ধী ছেলের ভরন পোষনে আজ তিনি নিঃস্ব স্থানীয় লোকদের সাহায্য সহযোগিতায় কোনরকম দিন পার করেছে সেলেমা বেগম। সোস্যাল মিডিয়ায় এ্যাড. ইকবাল হোসেন সেলেমা বেগমের পরিবারের জন্য সাহয্যের একটি পোস্ট দিলে দশমিনা উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার লোক সেলেমা বেগমের পরিবারের সাহায্যে এগিয়ে আসেন।

এলকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ মোসলেম উদ্দিন বলেন, আমি মেম্বার থাকাকালিন সময় সরকারের বিভিন্ন সহায়তা দিতাম বর্তমানে পরিবারটি মানোবেতর জীবন যাপন করছে। এভাবে কতদিন চলে তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে ঔপরিবারের জন্য একটি স্থায়ী ব্যবস্থার আবেদন জানাই। কস্টের নির্মম যন্ত্রনায় নিঃস্ব কন্ঠে সেলেমা বেগম বলেন, আমার আর বাচাঁর শখ নাই ছোট ছেলে ও বড় ছেলে মনে হয় বিনা চিকিৎসায় মারা যাবে। আমার তিনটি প্রতিবন্ধী সন্তান নিয়ে কি না খেয়ে, বিনা চিকিৎসায় থাকবো আমাগোরে শেখ হাসিনা কি দেখতে পাননা।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ