1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
দশমিনায় দোকানে দুর্র্ধষ চুরি ও আগুন ১জন আটক - dailynewsbangla
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
আলফাডাঙ্গায় ভুয়া ডেন্টাল ডাক্তারের এক বছরের  কারাদণ্ড ও লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে জোনাকী নামের এক গৃহবধূ ধর্ষণের শিকার ফজর আলী হাতে দৌলতপুরে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন: সভাপতি নির্বাচিত বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কুষ্টিয়ার ভেড়ামারার রায়টা বালুঘাটে   ফিল্মী স্টাইলে গুলিবর্ষণ কৃষক আহত আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণা তুঙ্গে  ভেড়ামারায় তুলাচাষীদের মাঝে বিনামুল্য  উপকরণ বিতরণ ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশায় নওগাঁর কাঁচা মরিচ চাষীরা  ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত মৎস্যজীবী হত্যার ৩ নম্বর আসামি  র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজশাহীতে সেনা অভিযানে হত্যাসহ অসংখ্য মামলার আসামি জুলুসহ গ্রেপ্তার-৩

দশমিনায় দোকানে দুর্র্ধষ চুরি ও আগুন ১জন আটক

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

মোঃবেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী দশমনিা উপজেলায় গত শুক্রবার রাত আনুমানিক ৩টার সময় মেসার্স সুজন ষ্টোর নামক মুদী দেকানে চুরি ও আগুন দেয়ায় মোঃ আসাদুজ্জামান (৩৫) নামের এক জনকে আটক কারার ঘটনা ঘটে। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায় ,দশমিনা সদর বাজারে ইদানিং রাতে একের পর এক দোকান চুরির ঘটনা ঘটে।

গত ৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার সময় সদর বাজের মেসার্স সুজন ষ্টোর মুদী দোকানের পিছনের টিন কেঁটে আসাদুজ্জামান দোকানের ভিতর ডুকে দোকানের মালামাল চুরি করে বস্তা করে এবং যাবার সময় দোকনের পিছনের অংশে আগুন দেয়।

আগুন দেখতে পেয়ে বাজারের পাহারাদার আইউসূব রাড়ী চাকচিৎকার করে তখোন বাজারে রাত্রী কালীন ডিউটি অফিসার এস আই বাসুদেব সঙ্গীয় ফোর্স নিয়ে আগুন থামায়। বাজার পাহারাদার ইউসূব রাড়ী জানান দোকানের ভিতন থেকে খলিল সিকদারের ছেলে মোঃ আসাদুজ্জামানকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন।

ঐ রাতেই দশমিনা থানান এস আই বাসুদেব সঙ্গীয় ফোর্স নিয়ে আসাদুজ্জামানকে গ্রেফতার করেন এবং মুদী দোকানের বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেন। বাজার সমিতির ব্যবসায়ি রিয়া মাইক সার্ভিস এর মালিক হাসান মোল্লা বলেন, আসাদুজ্জামান একটি নেশাগ্রস্থ পেশাদার চোর চুরি করা তার পেশা এ রকম দশমিনা বাজারে বহু দোকান চুরি করেছে।

সবুজ বলেন, আমার দোকানে প্রায় এসে নেশাজাত দ্রব্য এনে দেখায় আমি কিছু বললে আমার দোকানে ইয়াভা রেখে ধরিয়ে দেবে বলে ভয় দেখায় আমি ভয়ে কেউকে বলিনি। এর আগে ও আসাদুজ্জামান বিভিন্ন দোকান চুরি করেছে। দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, দীর্ঘদিন দশমিনা বাজারে টুকটাক চুরির ঘটনা ঘটে আসছে আমরা সজাগ দৃষ্টি রেখেছিলাম হাতে নাতে মোঃ আসাদুজ্জামন কে চোরাই মালামাল সহ গ্রেফতার করতে সক্ষম হই । তাকে আদালদে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ