হেলাল মজুমদার কুষ্টিয়া শনিবার ৫ জুলাই, ২০২৫ ভেড়ামারা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ মৌসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তুলা উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া জোনের উদ্যোগে শনিবার বিকাল ৩ টায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢাকা তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো: রেজাউল আমিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তুলা উন্নয়ন কর্মকর্তারা জানান, চলতি উৎপাদন মৌসুমে ১৫০ জন তুলাচাষীকে প্রণোদনার আওতায় আনা হয়েছে। আমরা আগামীতে এই সংখ্যা আরো বৃদ্ধি করতে সক্ষম হবো। উপকারভোগী প্রত্যেক তুলাচাষীকে বিঘাপ্রতি ৬০০ গ্রাম হাইব্রিড তুলাবীজ, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি টিএসপি, ৫০ কেজি পটাশ, কীটনাশক ও ছত্রাক নাশকসহ প্রায় ৮ হাজার টাকা মূল্যের উপকরণ দেওয়া হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তুলা চাষ নিসন্দেহে লাভজনক। তুলার সঙ্গে সাথী ফসল করতে পারলে লাভের হার আরও বৃদ্ধি পাবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন, ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) মো: আনোয়ার হোসাইন, ভেড়ামারা তুলা উন্নয়ন বোর্ডের কটন ইউনিট অফিসার মোছা: মনজুয়ারা বেগম, উপজেলা কৃষি কমকর্তা মাহমুদা সুলতানা