মোঃবেল্লাল হোসেন
দশমিনা পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলায় শুক্রবার পৃথক ভাবে দুইটি বাল্য বিবাহ বন্ধের ঘটনা ঘটে।
জানা যায় শুক্রবার দিবাগত রাত ১২:৩০ এ ইউএনও দশমিনা এর কাছে সংবাদ আসে যে দশমিনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাটাখালী নামক স্থানে আলমগীর শিকদার (৫১) এর ভাইয়ের অষ্টম শ্রেণীতে পড়া মেয়ের সাথে জনৈক ইলিয়াস (৩৫) এর ছেলের সাথে বিয়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন। তৎক্ষণাৎ মোবাইল কোর্ট এর মাধ্যমে বিয়ে বন্ধ করা হয়, বর ও কনে পক্ষ প্রত্যেককে ৫০০০/- করে জরিমানা করা হয় এবং বিয়ের বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা নেয়া হয়। পরবর্তীতে
ইউনিয়নের আউলিয়াপুর এ আরেকটি বাল্য বিবাহ হতে চলছে। রাত ১:৩০ নাগাদ সেখানে মোবাইল কোর্ট চালানো হয়। গলাচিপা নিবাসী ফরিদ গাজী (৫৮) এর ছেলের সাথে খোকন মুন্সি এর অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে বিয়ের আয়োজন বন্ধ করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। উপস্থিত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ছেলে পক্ষকে ৩০০০/- এবং মেয়ে পক্ষকে ২০০০/- জরিমানা করা হয় এবং বিয়ের বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা নেয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল বলেন বাল্য বিবাহ বন্ধে উপজেলা প্রশাসন সদা তৎপর। তবে মূল কাজ হলো বাল্য বিবাহের শিকার ছাত্র ছাত্রীদের স্কুলে ফিরিয়া আনা। আমরা শিক্ষা বিভাগের সাথে সমন্বয় করে একটি প্রকল্প হাতে নেয়ার পরিকল্পনা নিতে যাচ্ছি।