দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড দশমিনা এর ত্রী-বার্ষীক সন্মেলনের ফলাফল আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ কার্যালয় আগামী তিন বছরের জন্য ৬ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
জানা যায় শুক্রবার সকাল ১১ টায় আগামী তিন বছরের জন্য মোঃ মেজবাহ উদ্দিন কে সভাপতি ও হোসাইন মোহাম্মাদ মোফাজ্জেল কে সাধারন সম্পাদক করে সদস্য নির্বাচন পরিচালবা কমিটির সদস্য কাজী আনোয়ার হোসেন ও মোঃ শহিদুল ইসলামের স্বাক্ষরিত উক্ত কমিটি ঘোষনা করা হয়।আগামী তিন বছরের জন্য দায়িত্ব ভার অর্পন করা হয় এবং ৬ সদস্যের পূর্নাঙ্গ কমিটির পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত কমিটির সহ -সভাপতি মোঃ রুহুল আমি, ট্রেজারার মুহাম্মাদ তরিকুল ইসলাম, সদস্য জিয়াউর রহমান, মোঃ আমিনুল ইসলাম।
নবনির্বাচিত সভাপতি দায়িত্ব নেয়ার পর তিনি বলেন শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড শুধুমাত্র সঞ্চয় ও ঋন বিতরন নয় সমাজিক উন্নয়নে সকল প্রকার কার্য সম্পাদন করার জন্য বিশেষ পদক্ষেপ নেয়া হবে।