নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মির্জাপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে জাহিদের পান বরজ কর্তন করে বাড়িঘর লুটপাট করেছে।
গত ১২ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে ভেড়ামারা উপজেলার মির্জাপুর গ্রামে পান বরজ কর্তন ও লুটপাটের ঘটনা ঘটে।
জাহিদের দাবি, তার বাবার কাছে থেকে লিটন জোর করে বরজের জমি রেজিস্ট্রি করে নেন। তাই লিটনের নেতৃত্বে ৭০/৮০ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার ১০ কাঠা জমির পান বরজ কর্তন ও বাড়িঘর লুটপাট ও ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা লুট করে নেয়।
তিনি আরো দাবি করেন আমি এই জমি লিটনের থেকে কিনে নেওয়ার জন্য তাকে ৩ লক্ষ টাকা দিয়েছি।
সরেজমিন গিয়ে দেখা যায় পান গাছ কর্তন করে বরজ গুড়িয়ে দিয়েছে। বাড়িঘরের তৈজসপত্র এলোমেলো ও ভাংচুর করা।
অভিযুক্ত লিটন বলেন, জাহিদের বাবা বরজের জমি অন্য জনের কাছে বিক্রি করেন। আমি তার কাছে থেকে কিনে নিয়েছি। জমি কেনার পর থেকে আমাকে জমি দখল করতে দিতনা তাই আমি গিয়ে জমিতে থাকা পান বরজ ভেঙ্গে দিয়ে দখল করে নিয়েছি।