ওমর ফারুক, ভেড়ামারা (কুষ্টিয়া) ভেড়ামারায় ধরমপুর রশিদীপাড়ার মানিকের পূত্র জুয়েলের স্ত্রী ইতি খাতুন গত মঙ্গলবার রাতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা কে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা এই নিয়ে চলছে নানা গুঞ্জন। ভেড়ামারা থানা পুলিশ প্রাথমিক তদন্ত শেষে ইতি’র লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ইতি খাতুনের বাবা আবুল আলী কারিগর বাদী হয়ে গত মঙ্গলবার রাতেই ভেড়ামারা থানায় ২ জনকে আসামী করে আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের করেছেন। যার মামলা নং-১২, তারিখ-১১/১০/২০২২। এই নিয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানিয়েছেন, প্রাথমিক তদন্ত শেষে ৩০৬ ধারায় থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলার পরপরই অভিযান চালিয়ে এজাহার নামীয় ২ আসামী জুয়েল ও তার বাবা মানিক কে গ্রেফতার করা হয়েছে। তবে পোষ্ট মর্টেম রিপোর্টে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। রিপোর্টে মৃত্যুর কারণ হত্যা হলে মামলাটি ৩০২ ধারায় রুজু হবে মর্মেও তিনি জানান।