ফরিদ আহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুরে ১৯০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
(১৩ ফেব্রুয়ারী) সোমবার রাত সাড়ে ১১টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পূর্ব বাহিরমাদী এলাকা থেকে ১৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ হানিফ
খাঁ (৪২), কে গ্রেফতার করে র্যাব। হানিফ খাঁ উপজেলার পূর্ব বাহিরমাদী এলাকার মোঃ হাবিল খাঁ ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সোমবার কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পূর্ব বাহিরমাদী এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১৯০০পিস ইয়াবা(যাহার আনুমানিক মূল্য ৯,৫০,০০০/- (নয় লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত) টাকা, সহ হানিফ খাঁ (৪২) কে গ্রেফতার করে।
পরবর্তীতে (১৪ ফেব্রুয়ারী) আসামি মোঃ হানিফ খাঁ এর বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের এবং উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় সোপর্দ করে র্যাব।