1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বোয়ালমারীতে ছাদের দিকে তাকিয়ে ক্লাস করতে হয় শিশু শিক্ষার্থীদের - dailynewsbangla
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ফিলিপনগরে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করলেন পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মুহাম্মাদ খাজা আহমেদ ভেড়ামারায় ১৬ই জুলাই শহীদ দিবস পালিত  ষাটোর্ধ্ব বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিলেন পাষণ্ড সন্তান লালপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: গাঁজা গাছসহ বাবা-মেয়ে আটক। ঘোড়াঘাট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জ ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন বিচারপতি রূপগঞ্জ পূনর্গঠনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা এবং সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বোয়ালমারীতে বিক্ষোভ সমাবেশ     বোয়ালমারীর চতুল ইউনিয়ন ভূমি অফিসে টাকা ছাড়া ফাইল নড়ে না ভেড়ামারায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বোয়ালমারীতে ছাদের দিকে তাকিয়ে ক্লাস করতে হয় শিশু শিক্ষার্থীদের

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বেরিয়ে পড়েছে ভিমের রড। দেয়ালের বিভিন্ন যায়গায় ধরেছে ফাটল। খসে পড়ছে ছাদের পলেস্তর। পরিত্যক্ত ঘোষিত এমন ভবনে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে শিশু শিক্ষার্থীদের।

ঝুঁকিপূর্ণ এ ভবনটি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের তিনটি শ্রেণি কক্ষ ও একটি স্টোর রুম বিশিষ্ট একতলা ভবনটি ইতিমধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ঘোষনা করলেও প্রয়োজনীয় অন্য কোন শ্রেণি কক্ষ না থাকায় পরিত্যক্ত এই ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে শিশু শিক্ষার্থীদের। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।

ইতিমধ্যে বেশ কয়েকবার পলেস্তরা খসে পড়ে আহত হয়েছে কয়েকজন শিশু শিক্ষার্থী। শিক্ষার্থীরা বইয়ের পড়া না দেখে তাকিয়ে থাকে ছাদের দিকে। নিরাপত্তাহীনতার কারনে বিদ্যালয়ে কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা।

জানা যায়, ১৯৪৭ সালে স্থাপিত স্কুলটি ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়। পূর্বের স্থাপনা ভেঙ্গে ১৯৯৪ সালে ৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে তিনটি শ্রেণি কক্ষের একতলা ভবনটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। কিন্তু মানসম্মত কাজ না হওয়ায় ২২ বছরের মাথায় পরিত্যাক্ত ঘোষিত করা হয় ভবনটি। যদিও দুইবার মেরামত করা হয় কিন্তু তারপরও ভবনের অবস্থা ভয়ানক। সর্বশেষ ২০১৯ সালে দুই লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয় ভবনটি। সরেজমিনে দেখা যায়, ভবনটির বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে। ভিমের অনেক যায়গায় রড বেরিয়ে পড়েছে। ভবনটির দেওয়ালের বিভিন্ন যায়গায় ফাটল দেখা দিয়েছে। এছাড়া বিদ্যালয়টিতে নেই সীমানা প্রাচীর। শেখর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা গৌরাঙ্গ সরকার বলেন, ২০১৬ সালে তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাস মৌখিকভাবে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। কিন্তু শ্রেণি কার্যক্রম চালানোর মতো অন্য কোন ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ওই ভবনে ক্লাস নিচ্ছি। একাধিকবার উপজেলা শিক্ষা অফিসে জানিয়েও কোন প্রতিকার পাচ্ছিনা। এরমধ্যে কয়েকবার পলেস্তরা খসে পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ পর্যন্ত যে সকল কর্মকর্তাগণ স্কুলটি পরিদর্শন করেছেন, তাঁদের সবাই পরিদর্শন খাতায় ভবনটিকে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য লিখেছেন। তিনি আরও জানান, ২২ শতাংশ জমির উপর স্থাপিত বিদ্যালয়ের এটিউ বড় ভবন। দুই কক্ষের আরেকটি একতলা ভবন আছে। সে ভবনের এক রুমে অফিস কক্ষ এবং আরেক রুমে শিশু শ্রেণি। টিন সেড ওয়ালকরা এক রুমের আরেকটি ঘর আছে সেটিও বর্তমানে পরিত্যক্ত। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে কমে যাচ্ছে শিক্ষার্থী। বর্তমানে প্রধান শিক্ষকের পদ শূণ্য রয়েছে তবে সহকারী শিক্ষক পদে ৪জন শিক্ষক কর্মরত রয়েছে। জরাজীর্ণ ভবনের কারণে বাচ্চাদের স্কুলে পাঠাতে আগ্রহী নয় অভিভাবকরা। বর্তমানে বিদ্যালয়ে ১৬৭জন শিক্ষার্থী রয়েছে। ভবন ভেঙ্গে টিন শেড ঘর করে দিবে বলে শুনেছি কিন্তু সেটা কবে হবে জানিনা। অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং একটি নতুন ভবন স্থাপনের দাবি জানান তিনি।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অর্পিতা সরকার জানায়, ক্লাস চলাকালীন সময়ে বই রেখে ছাদের দিকে তাকিয়ে থাকতে হয়। কখন যে উপর থেকে পলেস্তরা খসে পড়ে। সব সময় ভয় কাজ করে। ৫ম শ্রেণির শিক্ষার্থী মৌমিতা দাস জানায়, ভয়ে ভয়ে ক্লাস করি। মাঝে মধ্যেই ছাদের দিকে তাকিয়ে থাকতে হয়। জরুরী ভিত্তিতে আমাদের জন্য নিরাপদ ক্লাস রুম প্রয়োজন। তার প্রশ্ন, মনের ভিতর ভয় নিয়ে কি ক্লাস করা যায় ? শেখর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সদস্য শিক্ষক কাজী ফরহাদুজ্জামান বলেন, দীর্ঘ দিন যাবত একতলা ভবনটি জরাজীর্ণ। বিভিন্ন যায়গায় দেওয়ালে ফাটল ধরেছে। মেরামত করেও ভাল করা সম্ভব না।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানতে পেরেছি নতুন ভবন না হওয়া পর্যন্ত এ ভবনটি ভেঙ্গে টিন শেড ঘর করে দেওয়া হবে কিন্তু তার কোন উদ্যোগ চোখে পড়ছেনা। এ স্কুলে আমাদের ছেলে মেয়েরা পড়ালেখা করে। কোন রকম দুর্ঘটনা ঘটলে দায় দায়িত্ব কে নিবে ? এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ মিয়া বলেন, এর মধ্যে শেখর প্রাথমিক বিদ্যালয়ে একটি সাইক্লোন সেন্টার বরাদ্দ এসেছিল কিন্ত যায়গার অভাবে ওই ভবনটি ফেরত যায়। ওই বিদ্যালয়ে জমির পরিমান কম। নতুন ভবন পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। ভবন না পাওয়া পর্যন্ত পরিত্যক্ত ভবনটি ভেঙ্গে ওখানে একটি টিন সেড ঘর করে দেওয়া হবে। যেখানে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা যায়।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ