মোহাম্মদ আককাস আলী : নওগাঁ জেলা কারাগারে আনোয়ার হোসেন বাবু (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) ভোরে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি সদর উপজেলার কীর্ত্তপুর সরদারপাড়া এলাকায়। নওগাঁ জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে জেল সুপার ফারুক আহমেদ বলেন, ‘হাজতি আনোয়ার মাদক মামলায় গত ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ থেকে কারাগারে ছিলেন। এর আগেও তিনি বেশ কয়েকবার জেল খেটেছেন। আগে থেকেই তাঁর হাইপারটেনশন ও ডায়বেটিস ছিল এবং তিনি মাদকাসক্ত ছিলেন।
আজ শুক্রবার ভোরে হঠাৎ আনোয়ার হোসেন বাবুর বুকে ব্যথা শুরু হয়। এ সময় কারাগারের ভেতরের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাঁকে। অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোর ৬টা ৭ মিনিটে মারা যান।’
জেল সুপার আরও বলেন, ‘ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’