রাজশাহী ব্যুরোঃ ২০২৩ সাল, নির্বাচনের বছর হলেও বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার জন্য অশনিসংকেত বলে মনে করছেন রাজনীতিবিদরা। একের পর এক আওয়ামী নেতাদের অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ায় হতাশ আজ রাজশাহীর আওয়ামী লীগ কর্মীরা। এর আগে ফেব্রুয়ারীর ১৭ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ভিডিও ভাইরাল হয়। এবার রাজশাহী ৪ আসনের (বাগমারা) এমপি ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে। গত কয়েক দিন থেকে ঐ অশ্লীল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে এমপি এনামুল হক কোন নারীর সাথে ভিডিও কলে কথা বলছেন। সেই নারী এমপি সাহেবকে বলছেন, তার নাকি হাজার কোটি টাকা ঋন! উত্তরে এমপি বলছেন, হাজার কোটি টাকা লোন পাওয়া কি এতো সহজ। তুমি দুই কোটি টাকা লোন নিতে যাও তো, কত ঠেলা। কোন বেটি বলেছে আমার এতো টাকা লোন আছে, বেয়াদব মহিলা। আমি কয়েক হাজার কোটি টাকার মালিক। আমার ব্যাংকের যে লোন আছে, তার দশ গুন টাকার আমার গাড়ি আছে। আমার ব্যবহৃত পাজেরো গাড়ি আছে ৭টা। গাড়িগুলোর দাম কোটি কোটি টাকা। আমি যে গাড়িতে চড়ি তার দাম ৬ কোটি টাকা। এরকম ৪টি গাড়ি আছে, তোমার ভাবী ও আমার ছেলের কাছে । আমার লোন নিয়ে ঐ বেটির লাভ কি ? মেয়েটিকে তিনি ফোর্স করে বলেন, কথা বলো না কেনো ? কথা না বললে আমি ফোন রেখে দিবো। এমপির এমন কথাতে বোঝা যাচ্ছে, ঐ মেয়েটিকে প্রলোভিত ও ইমপ্রেস করার চেষ্টা করছেন। কথার এক পর্যায়ে ঐ মেয়েকে তার শরীর দেখাতে বলেন। সে সময় এমপি বলছেন, আগেই নিচে কেন? আগে উপরে থেকে দেখাও। এ সময় তিনি ঐ নারীর শরীর নিয়ে অশ্লীল কথা বলতে থাকেন। এমনকি ঐ নারীর কুমারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন এমপি এনামুল। তবে এমপির এমন ভিডিও ভাইরাল নিয়ে বিবর্ত পুরো বাগমরাসহ রাজশাহীর রাজনৈতিক মহল। এই নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ভিডিও’র বিষয়ে বাগমারা আওয়ামী লীগের ত্যাগী নেতারা বলছেন (নাম প্রকাশে অনিচ্ছুক), এর আগেও আপনারা এমন খবর পেয়েছেন। কিছু দিন আগে তার পাতানো দ্বিতীয় স্ত্রীকে নিয়ে কত ক্যালেঙ্কারি হলো, মামলা মকুদ্দমা হলো। এবার তিনি কুমারি মেয়ের সন্ধানে আছেন। আসলে তার চরিত্রের স্খলন হয়েছে বলে মনে হচ্ছে। পরপর দুই দুবারে এমপি হয়েও বাগমারার মানুষ ও এলাকার উন্নয়নের চাকা ঘুরাতে পারেনি তিনি। তবে নিজের ভাগ্যের চাকা ঠিক ঘুরিয়েছেন। তাকে খুশি না করে কেউ কোন চাকরি নিতে পারে নি। টাকার বিনিময়ে তিনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সিলেকশন করেছেন। এমপির চরিত্র প্রকাশের পর থেকে বর্তমানে তার সাথে আর কোন ত্যাগী আওয়ামী লীগ নেই, তার পাশে যারা আছেন, নামধারি হাইব্রিড আওয়ামী লীগ। আমরা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতার কাছে অর্থাৎ বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার কাছে দাবী জানায়, তিনি যেন সৎ চরিত্বের ত্যাগী আওয়ামী লীগে যোগ্য ব্যক্তিকে নেতার চেয়ার দেন। পরে এমপি এনামুলের অশ্লীল ভিডিও ভাইরালের ব্যাপারে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকারের সাথে কথা বললে তিনি জানান, আমি অসুস্থ আছি। আমি এব্যাপারে কিছু জানি না বলে ফোন রেখে দেন। তবে এই ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকার এর আগেও দলের যেকোন ঘটনা নিয়ে ফোন করলে তিনি অসুস্থ আছেন বলে ফোন রেখে দিয়েছেন!!!