মোহাম্মদ আককাস আলী : ঈদ পুনর্মিলনীতে সাংসদ সেলিমের গ্রামের বাড়ি আজিপুরে লক্ষ জনতার মিলল মেলায় মুখোরিত হয়ে উঠে পুরো গ্রাম। মহাদেবপুর-বদলগাছীর নেতাকর্মীদের পদচারণ সাংসদের বাড়ি মুখোরিত হয়ে উঠে মিলন মেলায়। এই মিলন মেলায় অংশ নেন মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগের নেতাকর্মী, মেম্বার, চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সোমবার বেলা ডুবার পর থেকেই শুরু হয় ভূরিভজন,চলে মধ্য রাত পর্যন্ত।
এ বিষয়ে সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেন, এলাকায় ঈদ করতে না পারায় ওমরা হজ শেষে দেশে ফিরে আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে আনন্দ মুখর পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগী করতে এ আয়োজন করেছি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাদেবপুর ও বদলগাছী এলাকার উন্নয়নে সককে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি।