ভেড়ামারায় পূর্ব শত্রুতা জের ধরে কৃষকের জমির ফসল নষ্ট করলো দুর্বৃত্তরা
হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়িপাড়া গ্রামে – আব্দুল মান্নান (৪২) দেড় বিঘা জমির পাকা ভুট্টা সহ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা যার ক্ষতিগ্রস্ত পরিমাণ ৮০ হাজার টাকা । এ ব্যাপারে ভেড়ামারা থানায় লিখিত এজাহার দাখিল করেছে। সরজমিন ঘুরে দেখা যায়, আব্দুল মান্নান (৪২) পিতা: মৃত পেয়ার আলী প্রামানিক বাহাদুরপুর ইউনিয়নে কৈগাড়ি গ্রামের নিজ জমিতে গত রবিবার ১০/০৭/২৩ তারিখে রাত আনমানিক ০১:০০ টার সময় পূর্ব শত্রুতা যে ধরে জমিতে রোপণ করা ভুট্টা সহ গাছ কেটে জমিতে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা তারা হলেন ১.মো: দোদন (৫৫), পিতা মৃত দোস্ত মোহাম্মদ, ২.মোঃ রতন (৫০) ও ৩.মো: রিপন (৪৮) পিতা মৃত আব্দুস সামাদ, ৪.মো: সাব্বির (২৪) পিতা মো: রিপন সাং কৈগাড়িপাড়া বাহাদুরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া গনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ক্ষতিগ্রস্ত চাষি আব্দুল মান্নান জানান, বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়িপাড়া গ্রামে গত রবিবার ১০/০৭/২৩ তারিখে রাত ০১:০০ টার সময় আমার নিজ দেড় বিঘা।জমিতে রোপণ করা ভুট্টা সহ গাছ কেটে জমিতে ফেলে রেখে যায় ১ সন্তাসী: দোদন (৫৫), পিতা মৃত দোস্ত মোহাম্মদ, ২.মোঃ রতন (৫০) ৩.মো: রিপন (৪৮) পিতা মৃত আব্দুস সামাদ, ৪.মো: সাব্বির (২৪) পিতা মো: রিপন সাং কৈগাড়িপাড়া বাহাদুরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া গং। এতে প্রায় ৮০,০০০/- টাকার ক্ষতি সাধন হয়। তিনি আরো বলেন আমি অসহায় গরিব মানুষ আমি বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে ভুট্টা আবাদ করেছিলাম কিন্তু পূর্ব শত্রুতা ও হিংসামূলক আচরণের জের ধরে দিবা গত ১০/০৭/২৩ আনমানিক রাত ০১:০০ টার সময় আমার নিজ জমির ভেতরে বেআইনিভাবে ঢুকে ১.৫ বিঘা জমিতে ভুট্টা লাগানো ভুট্টা কেটে নষ্ট করে ফেলে রাখে। রাতে আমার জমি থেকে ভুট্ট বাহির হওয়ার সময় পাশের বাড়ির ছেলে নাদিমকে দেখতে পেলে ধারালো অস্ত্রের মুখে হুমকি ও ভয় ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এই ব্যাপারে ভেড়ামারা থানায় লিখিত ভাবে এজাহার দাখিল করা হয়েছে।