সুশীল সমাজের প্রতিনিধিদের নবাগত জেলা প্রশাসক গোলাম মওলার মতবিনিময়
মোহাম্মদ আককাস আলী : নওগাঁয় নবাগত নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মাওলা মহাদেবপুর উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধির সাথে মতবিনিময় করেন। মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় ইউএনও মো.আবু হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।
উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. আব্দুল মালেকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহান,ওসি মো. মোজাফ্ফর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভা শেষে নওগাঁ জেলা প্রশাসক মোঃ গোলাম মাওলা মহাদেবপুর থানা ও মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।