মাদক, দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জেলা প্রশাসক গোলাম মওলার
মো হাম্মদ আককাস আলী : নওগাঁর আত্রাইয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সেবাগ্রহিতা ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে নবাগত নওগাঁ জেলা প্রশাসক গোলাম মাওলা মতবিনিময় সভা করেছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মাদক, দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ গঠনে সকলকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। এসময় কোর্টে মামলাজট কমাতে জনপ্রতিনিধিদের পরিষদে বিচারিক কার্যক্রম বাড়ানোর জন্য অনুরোধ করেন। একইসাথে আ’লীগ সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলেধরে তাতে ইয়াহিয়ার উত্তরসূরীদের গায়ের জ্বালা বাড়ছে মর্মে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকার প্রতি বছর জানুয়ারির ১ তারিখে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিচ্ছেন। সেইসাথে নানামুখী উদ্যোগের ফলে উত্তরের জেলা গুলোতে আজ মঙ্গা হয়না। জেলার চাহিদা মিটিয়ে দেশ ও দেশের বাহিরে নওগাঁয় উৎপাদিত ধান ও আম রপ্তানি করা যাচ্ছে। এছাড়া বিদ্যুৎ ক্ষেত্রে আমুল পরিবর্তন, প্রায় দশ মাসের রিজার্ভ মজুদ, বৈদেশিক রেমিটেন্স, কৃষি ক্ষেত্রে ভুর্তুকির মাধ্যমে ফসলের ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও উন্নতি সাধিত হচ্ছে। আর এই উন্নয়নের কারনে দেশের স্বাধীনতা বিরোধী চক্ররা মানবাধিকারের দোহায় দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরীর পাঁয়তারা করছেন।
আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ওসি তারেকুর রহমান সরকার, উপজেলা আ’লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল প্রমূখ