মহাদেবপুরে সরকারিভাবে আমন ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর মহাদেবপুরে সরকারিভাবে চলতি মৌসুমের আমন ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) উপজেলার সদর খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মহাজের আলী, খাদ্য গুদামের পরিদর্শক মো. আতিকুল ইসলাম, উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন,
সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু প্রমুখ। খাদ্য গুদামের পরিদর্শক মো. আতিকুল ইসলাম জামান,এবার উপজেলায় ৪৪ টাকা কেজি দরে ৭ হাজার ১৫৮ মেট্রিক টন চাল ও ৩০ টাকা কেজি দরে ১ হাজার ১২২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।