১৯৩ বোতল ফেন্সিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২
( বগুড়া) প্রতিনিধি :বগুড়ায় মাইক্রোবাসে ১৯৩ বোতল ফেন্সিডিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বেতগাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জের শফিকুল ইসলাম, শান্ত , জামিরুল ইসলাম , মহুবর রহমান এবং শ্যামল চন্দ্র রায় । এদের মধ্যে জামিরুল ও মহুবুবুরের রহমান বিরুদ্ধে একটি করে মাদক মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন। র্যাবের এই কর্মকর্তা জানান, মাদক পরিবহনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে মাদকদ্রব্য গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছাতে মাদক বহনকারী গাড়ীর সামনে এস্কর্ট হিসেবে আরো একটি গাড়ি ব্যবহার করতো গ্রেফতারকৃতরা। এস্কর্ট হিসেবে ব্যবহৃত সামনের গাড়িটি রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর কোন টহল বা চেকপোষ্ট আছে কিনা তা পর্যবেক্ষণ করে পিছনের মালবহনকারী গাড়িকে সতর্ক করতো। সামনের এস্কর্টের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা নিরাপদ রুট নির্বাচন করে মাদক পরিবহন করতো। ধৃত আসামীরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তারা অত্যন্ত চতুর হওয়ায় ধরা ছোঁয়ার বাইরে ছিল। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।