মানজারুল ইসলাম: কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে ২১ হাজার পিস আতশবাজি ও মোটরসাইকেল সহ ১ জন মাদককারবারীকে আটক করেছে বিজিবি।
রবিবার বেলা ১২:২৫ দিকে ধর্মদহ বাজার হতে ইয়ামিন নামে এক মাদক কারবারিকে ২১ হাজার পিস আতশবাজিসহ আটক করেছে। ইয়ামিন ( ৩৯) দৌলতপুর উপজেলার বাড়াগান্দিয়া আব্দুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
বিজিবির দেয়া তথ্যে বলেন, সুনির্দিষ্ট তথ্যর ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি এর দিকনির্দেশনায় রবিবার (০২ জুন) আনুমানিক ১২:২৫ ঘটিকায় বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ এর অধীনস্থ ধর্মদহ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/১১ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মদহ বাজার হতে নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে দৌলতপুর উপজেলার বাড়াগান্দিয়া আব্দুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে ইয়ামিনকে ভারতীয় ২১ হাজার পিস আতশবাজি এবং একটি মোটরসাইকেল সহ আটক করে ।
এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মামলা রজু করত: আসামি সহ চোরা চালানী মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি: আটককৃত কারবারি ও আতশবাজি