এ জেড সুজন মাহমুদ, লালপুর (নাটোর) প্রতিনিধি:- দীর্ঘ ১৫ বছর পর ঈশ্বরদী থেকে লালপুর হয়ে রাজশাহী বাস সার্ভিস চালু হচ্ছে আগামী ১১ সেপ্টেম্বর । গত সোমবার ৯ সেপ্টেম্বর দুপুরে রাজশাহীর বাঘা বাস টার্মিনাল সভাকক্ষে এ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের বাঘা শাখা। মত বিনিময় সভায় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানান এই রুটের শিক্ষার্থী সহ সাধারণ মানুষের চলাচলকে সহজ করার জন্য এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সভায় লালপুর-ঈশ্বরদী ও লালপুর-বাঘা সড়কে জনপ্রতি বিশ টাকা ও ছাত্রদের ১৫ টাকা এবং লালপুর-রাজশাহী ১১০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি, সহ সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রাসেল, বাস মালিক সমিতির সহ সম্পাদক মজিবর রহমান, মালিক সমিতির সদস্য মামুন সরদার, বাঘা সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, রাজশাহী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সবুজ মাহমুদ, লালপুরের ছাত্র সমন্বয়ক আব্দুল্লাহ আল বাকী, সাদ্দাম হোসেন, ঈশ্বরদী ছাত্র সমন্বয়ক সিফাত হোসেন ও সাংবাদিক এহসানুল করিম তুহিন। সভায় মালিক সমিতি নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং আগামী ১০ সেপ্টেম্বর সার্ভিস চালু উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করার ঘোষণা দেন।