অধিক মুনাফা লাভের জন্য কোন খাদ্য সামগ্রী মজুদ করা যাবে না —
UNO রফিকুল ইসলাম
হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় কলেজ বাজার, রেল বাজার, বাস স্ট্যান্ড, পৌর কাঁচা বাজার মার্কেট, ডাকবাংলা মার্কেটের দ্রব্যমূলক নিয়ন্ত্রণের রাখার জন্য দোকান দারদের সাথে আলাপ আলোচনা করেন এবং ফুটপাত দখলকারিদের কড়া ভাষায় ফুটপথ দখলমুক্ত করতে বলেন । শনিবার ১/৩/২৫ তারিখ দুপুর ৪ থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভেড়ামারা কলেজ বাজার, রেলবাজার, ডাকবাংলা বাজার, পৌর কাঁচা বাজার মার্কেট, বাস স্ট্যান্ড, বিভিন্ন ফলের দোকান আগামীকাল রমজান উপলক্ষে ও নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে বাজার মনিটরিং করেন। এবং ফুটপাথ দখলকারীদের হুঁশিয়ারি করেন এবং আগামীকাল থেকে ফুটপাথে কোন দোকানদার বসবে না। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন আমাদের দেশে এক ধরনের ব্যবসায়ী আছে যারা পবিত্র রমজান মাস সামনে রেখে অধিক মুনাফা লাভের জন্য বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রয় করেন তিনি ব্যবসায়ীদের সাথে কথা বলেন যেন মূল্যের চাইতে অতিরিক্ত দাম ক্রেতাদের কাছ থেকে না নেই । এছাড়া ফুটপথ দখল করে যারা শহরে যানজট সৃষ্টি করে তাদেরকে আজ থেকে ফুটপথ থেকে ব্যবসা সরিয়ে নিতে বলেছি আগামীকালকে যদি ফুটপাথে কোন ব্যবসায়ীকে দোকান বসাতে দেখি তাহলে সরকারি নিয়ম অনুসারে তাদেরকে জরিমানা সহ আইনের আওতায় আনা হবে। আজকে আমি বাজারের সবাইকে সতর্ক করেছি আগামী কালকের থেকে জরিমানার আওতায় আনা হবে। এই অভিযান চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম, ভেড়ামারা কলেজ বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি আব্দুর রশিদ, রেলবাজার বণিক সমিতির সভাপতি হাজী মহাসিন আলী, রেলবাজার বনিক সমিতি সাধারণ সম্পাদক শামীম রেজা শামীম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান সহ সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।