হেলাল মজুমদার, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল আহমেদ, কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, সমবায় কর্মকর্তা নাজবিন নাহার এবং ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, ভেড়ামারা প্রেসক্লাব সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে দেশের শান্তি ও অগ্রগতি কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।