হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় ভাম্যমান অভিযান চালিয়ে অবৈধ ৬টি ভাটা বন্ধ করে দিলেন ও ২ টি ভাটাকে ১ লক্ষ হাজার টাকা জরিমানা করলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (৬ই মার্চ) সকাল ১১টার সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম
মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ এর রীট পিটিশন নং-১৩৭০৫/২০২২ এর পরিপ্রেক্ষিতে গত ২৯/০১/২০২৫ তারিখে প্রদত্ত আদেশ ও ২৪/০২/২০২৫ তারিখের নির্দেশনা অনুযায়ী এই ভাটার সকল কার্যক্রম বন্ধ থাকবে। এই৷ আদেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১১ টার সময উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয় এর মধ্যে ৬ টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয।এবং ইটভাটার মূল ফটোকে বন্ধের ব্যানার টাঙিয়ে সিলগালা মেরে আসেন ভাটাগুলো হলো
১ /এম এম বি ব্রিকস বেকাপুল ২/একতারা ব্রিকস বারোমাইল, ৩/ জিন্না ব্রিকস বারোমাইল, ৪/এম এইচ ব্রিকস বারোমাইল, ৫/আর এম ব্রিকস বারমাইল ।৬/ এম আর ব্রিকস ১০ মাইল, বাকি দুইটি ভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় ভাটাগুলো হলো ২/ আর এম বি ব্রিকস কে ৫০ হাজার টাকা ও ২/এম আর আই ১ ব্রিকস কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন ভেড়ামারা উপজেলা ৪৪টি ইটভাটা রয়েছে । এদের মধ্যে ৩০ টি ইটভাটা মহামান্য হাইকোর্টের রিটপিটিশন কার্যক্রম চলমান রয়েছে। তিনটি ভাটার লাইসেন্স আছে। ১১ টি ইট ভাটার কোন কাগজপত্র নেই তার মধ্যে ৬টি ইটভাটাকে আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীতে অবৈধ কোন ইটভাটা চলতে পারবে না। এই অভিযান চলমান থাকবে।