হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ধরমপুর ইউনিয়নে সাবেক মেম্বারে ছবির বাড়িতে জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে চোর ঢুকে আলমারি আলমারি ভেঙে আলমারিতে থাকা স্বর্ণা ও নগদ টাকা সহ আনুমানিক ১০ লক্ষ টাকার দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটেছে
জানাগেছে, ২২ এপ্রিল মঙ্গলবার আনুমানিক বেলা ১১ টা থেকে ১২ টার সময় ভেড়ামারা উপজেলা ধরমপুর ইউনিয়নের ধরমপুর গ্রামের ও ধরমপুর ইউনিয়নের সাবেক মেম্বার মাহাবুব-ই-খুদা ছবি (৬২) বসত বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে। চোর বাড়ির বাউন্ডারি ওয়াল টপকিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে ঘরের পশ্চিম পার্শ্বের জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে চুপিসারে প্রবেশ করে, ঘরের ভেতরে থাকা স্ট্রিলের আলমারীর তালা ভেঙ্গে আলমারীতে থাকা আনুমানিক ৬ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণের অলংকার যেগুলোর সর্বমোট মূল্য অনুমান ৯,৭২,০০০/= (নয় লক্ষ বাহাত্তর হাজার) টাকা এবং গচ্ছিত নগদ ১,২০,০০০/= (এক লক্ষ বিশ হাজার) টাকা এবং প্লাস্টিকের তৈরি দুইটি ব্যাংকে থাকা অনুমান ২০,০০০/= (বিশ হাজার) টাকা চোর চুরি করে নিয়ে চলে যায়। বিষয়টি নিয়ে পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে ভেড়ামারা থানায় একটি লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে ইতিমধ্যে ভেড়ামারা থানার পক্ষ থেকে সরেজমিনে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু করে দিয়েছি। আশা করি আমরা সবার সহযোগিতায় খুব শীঘ্রই চোরকে ধরতে পারবো।