1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
দশমিনায় রাতের আধারে বাগানের গাছ কেটে জমি দখল - dailynewsbangla
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
মৎস্যজীবী হত্যার ৩ নম্বর আসামি  র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজশাহীতে সেনা অভিযানে হত্যাসহ অসংখ্য মামলার আসামি জুলুসহ গ্রেপ্তার-৩ মান্দায় ইউএনও শাহ আলম ইউক্যালিপটাসের চারা নিধন করলেন প্রেমের টানে মেয়ের নানার বাড়িতে ছেলের অনশন, বিয়েতে অনীহা ছেলের পরিবারের রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক বোয়ালমারীতে মাদক কারবারি আটক ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মান্দায় মাদ্রাসা ভবন নির্মাণের সামগ্রী নিয়ে উধাও শ্রমিকেরা ঘোড়াঘাটে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে নওগাঁ পৌরসভার বেহাল রাস্তাগুলো 

দশমিনায় রাতের আধারে বাগানের গাছ কেটে জমি দখল

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: দশমিনা উপজেলায় বিরোদীয় জমিতে গভীর রাতে বাগানের গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে। রবিবার রাতে মধ্য চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের ১৩৩নং চরহোসনাবাদ মৌজায় ৭০/২০০৯ ও ৫৮৯/২০১৬ নং দলিল মূলে ও নানার ওয়ারিশ মূলে মিনারা বেগম গং ২১.৩৭ শতাংশ জমির মালিক হয়ে
ভোগদখল করে বাগান বাড়ী নির্মাণ করে।

অপরদিকে পাশ^বর্তী জমির মালিক মোঃ ফোরকান মৃধা একই খতিয়ানে নানার ওয়ারিশ শূত্রে ১৫ শতাংশ জমির মালিক দাবী করে। এতে ওই জমি নিয়ে দির্ঘদীন পর্যন্ত বিরোধ চলে আসছিলো। গতসপ্তাহে মোঃ ফোরকান মৃধা দাবীকৃত ওই জমির দু’পাশের্^ দেয়াল নির্মাণের কাজ করে এবং পাশের জমির মালিক মিনারা বেগম গং’র বাগানের জমি নিজের বলে দাবী
করে।

এ নিয়ে বিরোধ হলে মিমাংসার জন্য উভয় পক্ষ স্থানীয় শালিস বৈঠকের
আয়োজন করে। শালিসগণ উভয় পক্ষকে মিমাংসা না হওয়া পর্যন্ত যার যার অবস্থানে থাকার অনুরোধ করেন। এদিকে, রবিবার রাতে স্থানীয় ১৩/১৪ জন সন্ত্রাসী দিয়ে মিনারা বেগম গং’র বাগানের গাছ কেটে মোঃ ফোরকান মৃধা পাঁকা দেয়াল নির্মাণ করে। মিনারা বেগমকে মামলা না করার জন্য শাসিয়ে যায়।

এ বিষয় মো. ফোরকান মৃধা বলেন, আমি চট্রগ্রামে ব্যাবসা করি, সামনে লকডাউন তাই তরিগরি করে রাতে দেয়াল নির্মান করেছি। এ বিষয় ওসি মো. জসীম বলেন, এ বিষয় কেউ আমার কাছে অভিযোগ করেনি, অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করব।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ