দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: গ্রীন বাংলা এগ্রোভেট লিমিটেডের জি-প্রিড কিটনাশক ব্যবহারে ফসল নষ্ট হওয়ায় পটুয়াখালীর দশমিনায় মানববন্ধন করেছেন ক্ষক্ষিগ্রস্ত কৃষকরা। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের সামনে ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষানীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষানী বিবি হাজরা,রিনা,হাসিনা, কৃষক স্বপন ও আনিসসহ প্রায় দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। মানববন্ধনে কৃষকরা ও কিটনাশক ব্যবসায়ী অভিযোগ করে জানান, গত মাসের ২৪, ২৫,২৭ ও ৩০ তারিখ উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ঠাকুরহাট বাজারের মেসার্স কবিরাজ কৃষি বিতানের মালিক সুমন কবিরাজ বাউফলের কালাইয়া ইউনিয়নের এ ইসলাম এন্টাপ্রাইজ এন্ড তুবা টেলিকমের মো. আরিফুল ইসলামের থেকে গ্রীন বাংলা এগ্রোভেট লিমিটেডের জি-প্রিড কিটনাশক বিক্রির জন্য ক্রয় করেন।
পরে ওই কিটনাশক বেতাগী-সানকিপুর ইউনিয়নের স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করেন। কৃষকরা গ্রীন বাংলা এগ্রোভেট লিমিটেডের ওই কিটনাশক কিনে তাদের মুগডাসহ রবিশষ্যে প্রয়োগ করলে ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কৃষকরা দাবি করেন, গ্রীন বাংলা এগ্রোভেট লিমিটেডের জি-প্রিড কিটনাশক ব্যবহারে তাদের প্রায় আড়াইশ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে।
এ ঘটনায় তারা বিভিন্ন দপ্তরে একাধিক বার লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানান তারা। ক্ষতিগ্রস্ত কৃষকরা মানববন্ধনে ক্ষতিপূরণের দাবি জানান। এ বিষয় এ ইসলাম এন্টাপ্রাইজ এন্ড তুবা টেলিকমের মো. আরিফুল
ইসলাম জানান, ঘটনাস্থলের কৃষকের হাতে আমার কর্তৃক পন্য বিক্রি হয়নি। তাই আমি দোষী না। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাফর আহম্মেদ জানান, এ ধরনের কিটনাশক সম্পর্কে আমার ধারনা নেই।