মো.বেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় ফার্মেসীগুলোতে জ্বর, সর্দি ও কাশির ঔষধের সংকট দেখা
দিয়েছে। প্রায় এক সপ্তাহ যাবৎ উপজেলার প্রায় সকল ফামের্সীতে এ ঔষধের সংকট দেখা দেয়। এতে বিপাকে পরেছেন এ রোগে আক্রান্ত রোগীরা।
ফার্মেসী মালিকদের অভিযোগ, স্কয়ার এবং বেক্সিমকো কোম্পানীর জ্বর,সর্দি ও কাশির ঔষধের তুলনামূলক বেশী চাহিদা রয়েছে। কিন্তু এ কোম্পানীর নাপা এবং এইচ গ্রুপের ঔষধগুলো অর্ডার করলেও তা পাওয়া যাচ্ছেনা।
বড় ফার্মেসীগুলোতে মজুদ থাকার কারনে এমন সংকটের সৃষ্টি হয়েছে বলে তাদের ধারনা। দশমিনা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, হঠাতৎ এলাকায় জ্বর, সর্দি ও কাশির বেরে যাওয়ায় সংকট দেখা দিয়েছে । তবে হাসপাতালে ঔষধের কোন সংকট
নেই ।