মে.আককাস আলী, নওগাঁ জেলা প্রতনিধি: নওগাঁয় মাসের ব্যবধানে দাম বেড়েছে মাছ-মাংশ, মুরগি ও ডিমের দাম। প্রাণঘাতী করোনা ভাইরাসকে পুজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা বাজারকে অস্তির করে তুলেছে এমনি অভিযোগ সমালোচকদের।
বাজার উদ্ধমূখি হওয়ায় সাধারণ খেটে খাওয়া ক্রেতার বিপাকে পড়েছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কেজিতে রুই মাছের দাম বেড়েছে ৪০ থেকে ৫০টাকা,প্রকার ভেদ অনান্য মাছের দাম বেড়েছে ৫০ থেকে ৬০টাকা। এক লাফিয়ে ডিমের দাম বেড়েছে প্রতি হালিতে ৫ থেকে ৬টাকা।
মুরগীর বাজারও অস্তির। ১১০টাকা কেজির বয়লার মুরগীর দাম বেড়েছে ১৫০থেকে ১৬০টাকা। প্রকার ভেদে অন্যান্য মুরগীর দাম বেড়েছে (প্রতি কেজি) ৪০থেকে ৫০টাকা। গরু ও খাসির মাংসের দামও বেড়েছে কেজিতে ১শটাকা। বর্তমান বাজার দর চলছে গরু সাড়ে ৬শ টাকা, খাঁশি সাড়ে৭শ টাকা।