কাজী মোস্তফা রুমি,স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নে প্রতি বছর অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বৈশাখী মেলা এবার স্থগিত করা হয়েছে। পবিত্র রমজান মাসে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে এ বৈশাখী মেলা স্থগিত করা হয়।
আজ বুধবার (১৩ এপ্রিল) উপজেলা প্রশাসন ও সলিমাবাদ ইউনিয়ন পরিষদ এ তথ্য নিশ্চিত করেছে।
এ ছাড়াও পরবর্তীতে এ মেলা আয়োজন করা হবে কিনা সে বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছে সূত্রটি। এ দিকে মেলা স্থগিত করার বিষয়টিকে স্থানীয় সুশীল সমাজ সাধুবাদ জানিয়েছে।
এ বিষয়ে সলিমাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম (অপু) বলেন, আমাদের সলিমাবাদের ঐতিহ্য ও সংস্কৃতি বহন করে এই বৈশাখী মেলা। পবিত্র রমজানে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতেই এই মেলা আপাতত স্থগিত করা হয়েছে। উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আগামীতে এই মেলা আবার অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে মেলা স্থগিত বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান জানায়, এক দিন ব্যপী এই মেলা হলে অনুমোদন দেওয়া যেতো। পবিত্র রমজানে কয়েকদিন ব্যাপী মেলা হওয়ায় আমরা অনুমতি দিচ্ছি না। এ বিষয়ে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মহোদয়কে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন বাসী তাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে প্রতি বছর ১লা’ বৈশাখ উদযাপন কেন্দ্র করে সলিমাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে বৈশাখী মেলা আয়োজন করে।