বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বাজিদাদপুর গ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষে ১৭জন আহত হয়েছে।
শুক্রবার (০৮.০৮.২৫) সকালে সংগঠিত সংঘর্ষে আহতদের মধ্যে ২জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দশজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানা যায়, ওই গ্রামে একই বাড়িতে বাস করা নীতিশ কুমার বিশ্বাস ও জগদিশ কুমার বিশ্বাসের মধ্যে রাস্তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। সর্বশেষ সালিশে বিষয়টি মিমাংসা করে সীমানা নির্ধারন করে খুঁটি গেড়ে দেওয়া হয়। শুক্রবার সকালে জগদিশ বিশ্বাস তার লোকজন নিয়ে খুঁটি সরাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষের ১৭জন আহত হয়।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক রুম্পা ২জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
সংঘর্ষের খবর পেয়ে শেখর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাইদ (পান্নু) ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থেকে দুই পক্ষকে নিবৃত করেন। সংঘর্ষ থেমে যাওয়ার খবর পেয়ে টহল পুলিশ অর্ধেক পথ থেকে ফিরে আসে। বিকেল ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। ইউপি সদস্য আবু সাইদ (পান্নু) বলেন, একই বাড়ির দুই শরিক রাস্তার জমি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুক্রবার সকাল ৭টার দিকে জগদিশ বিশ্বাস সীমানার খুঁটি তুলতে গেলে নীতিশ বিশ্বাসের সাথে সংঘর্ষ বেধে যায়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খবর পেয়ে টহল পুলিশ যাচ্ছিল তবে সংঘর্ষ থেমে যাওয়ায় পুলিশ ফিরে আসে।