হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় দীর্ঘ ১৭ বছর পর ১৬ দাগ দক্ষিণপাড়া ঈদগাহর জমি দখল মুক্ত করে ঈদগাহর জায়গা বাঁশ দিয়ে ঘিরে বৃক্ষরোপন করলেন এলাকাবাসী।
ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ দক্ষিণপাড়া ঈদগাহর বর্তমান ৭ নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগের সভাপতি বজলু মেম্বার দীর্ঘ ১৭ বছর ধরে ১৬ দাগ দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দানের জায়গা জোরপূর্বক দখল করে রেখেছিলো। এবং ঈদগাহর জায়গায় দুইটা মোটা মেহগনির গাছ কেটে বিক্রয় করে দিয়েছে সেই টাকা ঈদগাহ ফান্ডে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেছেন। তার এই অন্যয়ের প্রতিবাদ করলে নিজে এবং পুলিশ দিয়ে মামলা করার হুমকি দিতো।
শুক্রবার সকাল ৯ টা সময় এলাকাবাসী এক হয়ে দীর্ঘ ১৭ বছর পরে দখলবাজদের হাত থেকে ১৬ দাগ দক্ষিণপাড়া ঈদগাহের জমি দখল মুক্ত করে বৃক্ষরোপন করা হয়। এসময় বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম লাভলু সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের দোসর ফজলু মেম্বার সন্ত্রাসী কায়দায় দীর্ঘ ১৭ বছর দাগ দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানের জায়গা দখল করে রেখেছিলো।তা আজকে এলাকা বাসি সহযোগিতায় দখল মুক্ত করে ঈদগাহ কমিটির হাতে তুলে দিলাম এবং পরে বৃক্ষরোপণ করা হলো।
১৬ দাগ দক্ষিণপাড়া ঈদগাহর সভাপতি সাহাজুল ইসলাম সদ্দার বলেন, ফজলু মেম্বার গত ১৭ বছর ঈদগাহের টাকা পয়সা তোসরুপ করেছে। এমনকি ঈদগাহর দুইটা মোটা মেহগুনি গাছ কেট বিক্রি করে দিয়েছে। ক্ষমতার দাপটে আওয়ামী লীগের দোসর ফজলু মেম্বার ঈদগাহর জায়গা ১৭ বছর নিজ জবর দখল করে রেখেছিলো ঈদগাহ জায়গা । সেটা আমরা এলাকা বাসির সহজগিতায় আজকে দখল মুক্ত করেছি। এসময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামসুল হক সদ্দার, সামিরুল ইসলাম সরদার, আশরাফুল আলম মিন্টু, আব্দুল মান্নান, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।