দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাধীন ১১নং আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকীর বিরুদ্ধে স্থানীয় ব্যাক্তি মোঃ হায়দার আলীকে ঘাড়ে ধাক্কা দিয়ে চেয়ারম্যান পরিষদ থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সেবা গ্রহীতা স্থানীয় ব্যাক্তি মোঃ হায়দার আলী আদাবাড়ীয়া গ্রামের মৃত ছাব্দার হোসেনের পুত্র। হায়দার আলী জানান গত মঙ্গলবার দুপুর ১২ টার সময় ১১ নং আদাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল বাকীর অফিস কক্ষে আমি, আমার ছেলে, মেয়ে ও বড় ভাই এবং বড় ভাইয়ের ছেলেসহ মোট পাঁচ সেট নিবন্ধনের কাগজপত্র সহি স্বাক্ষর করতে গেলে চেয়ারম্যান আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে ও গলা ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গে চেয়ারম্যানের সাথে থাকা দুই জন ছেলে আমাকে গলা ধাক্কা দিতে দিতে মেইন গেট পর্যন্ত বের করে দেয়।
হায়দার আলী আরও বলেন আমার বড় ভাই মোঃ গোলাম জাকারিয়া আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য এবং আদাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমার বড় ভাইসহ আমরা নৌকার পক্ষে ভোট করার কারণে স্বতন্ত্র চেয়ারম্যান আব্দুল বাকী আমাকে এভাবে জনসম্মুখে হেয় প্রতিপন্ন ও হেনস্থা করে মারাত্বক ভাবে অপমান করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার বলেন আমি ব্যাপারটা মৌখিকভাবে শুনেছি, শুনার পরে আমি তাদেরকে অভিযোগ দিতে বলেছিলাম। কিন্তু এখনও কোনো অভিযোগ হাতে পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।
এ ব্যপারে চেয়ারম্যান আব্দুল বাকীর বক্তব্য জানার জন্য তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।