1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
লক্ষ্মীপুরে বিএনপির সভাপতি প্রার্থী আওয়ামী নেতা - dailynewsbangla
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহীর শাহমুখদুম থানায় সেবা সংকট, সাংবাদিকের পেশাগত কাজে ওসি’র বাধা বরেন্দ্র অঞ্চলে আউশের ফলনে খুশি হলেও দাম নিয়ে হতাশায় চাষীরা  ঘোড়াঘাটে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর শাহমুখদুম থানায় সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ ঘোড়াঘাটে পাশের ঘরে বরকে রেখে নববধূর আত্মহত্যা দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু  এসএসসি ২০২৬: শিক্ষার মান উন্নয়নে বোয়ালমারীতে অভিভাবক সমাবেশ করছেন ইউএনও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ অসুস্থ, সবার দোয়া কামনা অগ্রণী ব্যাংকের জমি নিলামে প্রতারণা, সাংবাদিকের কাজে দালাল চক্রের বাধা ও হুমকি দশমিনায় পুকুরের পানিতে ডুবে দেড়বছরের শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির সভাপতি প্রার্থী আওয়ামী নেতা

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

লক্ষ্মীপুরে বিএনপির সভাপতি প্রার্থী আওয়ামী নেতা

সোহেল হোসেন  লক্ষ্মীপুর প্রতিনিধি:  লক্ষীপুর কমলনগর উপজেলায় ৯নং তোরবগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে আওয়ামী লীগ নেতা মো. মনির। এনিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। তবে মনির বিভিন্ন মহলে প্রভাব খাটিয়ে ওয়ার্ড বিএনপিতে ডুকতে বিভিন্ন তদবির চালিয়ে যাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতিতে থেকে সকল সুযোগ-সুবিধা নিয়েছিল মনির। টানা ১৫ বছর ক্ষমতায় থেকে এলাকার মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা মনির বিএনপির পরিচয় দেওয়ার সাহস পায় কিভাবে? কিছু সুবিধাভোগী মনিরের টাকা খেয়ে তাকে বিএনপি হিসেবে উপস্থাপন করছে। সচেতন মহল বলছেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী মনিরদের মত লোকেরা যদি বিএনপিতে স্থান পায় তাহলে শহীদ ও আহতের রক্তের সাথে গাদ্দারি করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানিয় এক জন বিএনপি নেতা বলেন, গত ১৫ বছর স্বৈরাচারী কায়দায় এলাকাবাসীকে অনেক অত্যাচার নির্যাতন করেছে। এখন আবার বিএনপি সাজার চেষ্টা করছে। ছাত্র-জনতার গণআন্দোলনে দেশে স্বৈরাচার মুক্ত নতুন স্বাধীনতা এসেছে, সেখানে সমাজের ক্ষতিকর এসব লোককে বিএনপিতো দুরের কথা, কোন রাজনৈতিক কার্যক্রমেই দেখতে চাইনা। আশা করছি, দলের নীতিনির্ধারনিরা এসব বিষয় গুরুত্ব দিবেন। ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাবুদ্দিন বলেন, মনির প্রথমে জাসদের রাজনীতি পরে আওয়ামীলীগের রাজনীতি করেছে। দোসরদের সক্রিয় নেতা হিসেবে এলাকায় আধিপত্য চালিয়েছেন। ৫ আগস্টের পর এখন তিনি বিএনপি বনে গেছেন। এতে বিগত ১৭ বছরের নির্যাতনের শিকার ও ত্যাগী নেতারা বঞ্চিত হচ্ছে। আমরা আশা করি দল ত্যাগীদের সাথে বিরূপ আচরণ দেখাবে না।

এবিষয়ে কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক চৌধুরী বলেন,  গণতান্ত্রিক ভাবে নির্বাচনে যে বিজয় হবে তাকেই নেতা নির্বাচিত করা হবে। তবে মনিরের বিরুদ্ধে যদি আওয়ামীপন্থী প্রমান পাওয়া যায়, কর্মীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। দল ও নেতাকর্মীদের স্বার্থে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত আগামিকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরবগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ওয়ার্ডের নেতাকর্মীরা তাদের ভোটের মাধ্যমে ওয়ার্ড নেতা নির্বাচিত করবেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ