ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জীতেন চন্দ্র মোহন্ত (৫৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চাঁদপাড়া গ্রামের উপেন্দ্রনাথ মোহন্তের ছেলে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঘোড়াঘাট থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় তার উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের আত্মীয় সূত্রে জানা গেছে, জীতেন চন্দ্র সরকার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত এক মাস থেকে তার মানসিক চিকিৎসা চলছে। ঘটনার দিন পরিবারের লোকজন বাড়ির সাংসারিক কাজে ব্যস্ত থাকায় সকাল ৯ টার দিকে কোন এক সময় বাড়ির গোয়াল ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা করেছে। পরে বাড়ির লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিল্লাচিল্লি করে। খবর পেয়ে খানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কথা হলে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।