1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
রাজশাহীর শাহমুখদুম থানায় সেবা সংকট, সাংবাদিকের পেশাগত কাজে ওসি'র বাধা - dailynewsbangla
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীর শাহমুখদুম থানায় সেবা সংকট, সাংবাদিকের পেশাগত কাজে ওসি’র বাধা বরেন্দ্র অঞ্চলে আউশের ফলনে খুশি হলেও দাম নিয়ে হতাশায় চাষীরা  ঘোড়াঘাটে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর শাহমুখদুম থানায় সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ ঘোড়াঘাটে পাশের ঘরে বরকে রেখে নববধূর আত্মহত্যা দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু  এসএসসি ২০২৬: শিক্ষার মান উন্নয়নে বোয়ালমারীতে অভিভাবক সমাবেশ করছেন ইউএনও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ অসুস্থ, সবার দোয়া কামনা অগ্রণী ব্যাংকের জমি নিলামে প্রতারণা, সাংবাদিকের কাজে দালাল চক্রের বাধা ও হুমকি দশমিনায় পুকুরের পানিতে ডুবে দেড়বছরের শিশুর মৃত্যু

রাজশাহীর শাহমুখদুম থানায় সেবা সংকট, সাংবাদিকের পেশাগত কাজে ওসি’র বাধা

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

রাজশাহীর শাহমুখদুম থানায় সেবা সংকট, সাংবাদিকের পেশাগত কাজে ওসি’র বাধা

রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর শাহমুখদুম থানায় সেবা সংকট এখন নিত্যদিনের চিত্র। এমনকি সাংবাদিকরা ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও পাইনি কাঙ্খিত সহায়তা। থানায় গিয়ে দেখা যায়, ডিউটি অফিসার নেই, নেই অফিসার ইনচার্জ (ওসি)। দায়িত্বে থাকা এক কনস্টেবল সাংবাদিকদের জানান, ওসি স্যার না আসা পর্যন্ত কিছু হবে না, অপেক্ষা করেন। থানার বাইরে দাঁড়ালে বোঝা যায় ভুতুড়ে পরিবেশ। রাতে অন্ধকারাচ্ছন্ন চারপাশ, টয়লেটে পর্যন্ত লাইট নেই। এমন অবস্থা দেখে সকলের প্রশ্ন জাগছে, আইনশৃঙ্খলা রক্ষার এই প্রতিষ্ঠানই যখন এমন অচলাবস্থায় হয়, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

গত ৩০ আগষ্ট রাতে এমন পরিবেশ দেখতে পান রাজশাহীর একদল তরুন সাংবাদিক। একটি এঘটনায় মামলা করতে গেলে এমন বিড়ম্বনায় পড়তে হয়েছে সাংবাদিকদের। এই ঘটনার পর সাংবাদিকরা তাদের নিজের ফেসবুক পেজ থেকে মহানগরীর শাহমুখদুম থানার সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন।
এদিকে সাংবাদিকদের হাতে থাকা তথ্যে উঠে এসেছে, শাহমুখদুম থানার ওসি মাছুমা মুস্তারী মহানগরীর কাজলা মৌজায় একটি ৭তলা ভবন নির্মাণ করছেন। স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে জমি কেনার পর থেকেই চলছে ওই বহুতল ভবন নির্মাণের কাজ। সেই জমি নিয়ে জটিলতা থাকলেও ক্ষমতার দাপটে তিনি বাড়ি নির্মানের কাজ চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, তার স্বামী ঢাকার বাইংহাউসে চাকরি করেন। প্রশ্ন উঠছে, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার বেতন ও ভাতার সীমিত আয়ের বাইরে এত কোটি টাকার সম্পদের উৎস কোথায়?
বিষয়টি নিয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে ওসি মাছুমা মুস্তারী উল্টো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, সাংবাদিক নাকি তার স্বামীর কাছ থেকে টাকা দাবি করেছেন। অথচ উপস্থিত সাংবাদিকরা সেখানে প্রবেশের পর থেকে ঘটনাটির পুরো ভিডিও রেকর্ড সংরক্ষণ করেছেন। ভিডিওতে স্পষ্ট প্রমাণ রয়েছে যে, ওসির অভিযোগ সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন।

এমন ঘটনায় সচেতন মহল বলছে, এ ধরনের মিথ্যা অপবাদ তুলে ওসি মাছুমা মুস্তারী কেবল নিজের দুর্নীতির প্রমাণ আড়াল করতে চাননি, পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সরাসরি বাধা সৃষ্টি করেছেন।আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উদ্বেগজনক। তাই তার সম্পদের উৎস অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগের ব্যাপারে শাহমুখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারী সাথে কথা বললে তিনি জানান, আপনি যে অভিযোগের ব্যাপারে বললেন আমি সেগুলোর উত্তর দিতে পারবো না। আমাদের আরএমপি মিডিয়া মুখ্যপাত্র রয়েছেন আপনি তার সাথে কথা বলেন। উনি এগুলোর উত্তর দিবেন।
পরে থানা পুলিশের সেবা, সাংবাদিকদের ঘন্টার পর ঘন্টার বসিয়ে রাখা, সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও সাংবাদিকের পেশাগত কাজে বাধা সৃষ্টি করার ব্যাপারে আরএমপি’র মিডিয়া মুখপাত্র গাজিউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। পরে হুয়াটসএ্যাপের মাধ্যমে ম্যাসেজ করলে তিনি ঘটনাটি নিয়ে কোন মন্তব্য করেননি। সাংবাদিককে জানান, তিনি সরকারি কাজে ঢাকায় রয়েছেন।

এসকল বিষয় নিয়ে সাংবাদিক সমাজ বলছে, মাছুমা মুস্তারীর মতো বিতর্কিত ও দুর্নীতিবাজ কর্মকর্তার উপস্থিতি শুধু থানার সেবা ব্যাহত করছে না, বরং পুলিশের ভাবমূর্তিকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ