মোঃবেল্লাল হোসেন
দমমিনা(পটুয়াখালী)প্রতিতিনিধিঃ পটুয়াখালী দশমিনায় গত বুধবার রাতে উপজেলার বাশঁবাড়ীয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে বাল্যবিবাহ অনুষ্ঠান বন্ধ করে জরিমানা করেন ইউএনও ।
জানা যায় উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের মারুফা বেগম(১৪)এর সাথে আলীপুর ইউনিয়নের রমানাথসেন গ্রামের ব্যবসায়ী মোঃ আল-আমিন এর সাথে বিাবহের প্রস্তুতি চলছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আল হেলাল বিবাহ বন্ধ করে কনের বাবাকে তিনহাজার টাকা ও বরেরে ভগ্নিপতিকে পঁচহাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আল হেলাল জানান, বাল্য বিবাহ রোধে সরকারের নির্দেশনা পালনে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে। এ অভিযান অব্যহত থাকবে।