হেলাল মজুমদার ভেড়ামারাঃ মঙ্গলবার বিকেলে ভেড়ামারা প্রেসক্লাবের কনফারেন্স রুমে নবগঠিত কমিটির আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে নতুন কমিটির যাত্রা শুরু হলো।
দোয়া অনুষ্ঠানে ভেড়ামারা প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক আবু ওমর সাথী, ডা. কাওসার হোসেন, আব্দুর রশিদ মজুমদার, আবুল কালাম আজাদ, আবুবকর বিশ্বাস, রাইসুল ইসলাম আসাদসহ মরহুমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের শান্তি কামনায় দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন, ভেড়ামারা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ আল আমিন।
পরে ভেড়ামারা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাধারন সম্পাদক বাবলু মোস্তাফিজ, সহ-সভাপতি ফয়জুল ইসলাম মিলন, হেলাল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল ইসলাম ওলি, কোষাধ্যক্ষ ইয়ামিন হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম,
ওমর ফারুক, মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুর রাসেল ডলার, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, সমাজকল্যাণ সম্পাদক মহন আলী, শিক্ষা ও ধর্মীয় সম্পাদক রোহান উজ্জামান, আইন বিষয়ক সম্পাদক মাহাবুব হাসান চন্দন, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল কবির নবীন,
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইখলাস হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক রুকাইয়া খাতুন, নির্বাহী সদস্য ইসমাইল হোসেন বাবু, মাহামুদুল্লাহ সোহেল, রফিকুল ইসলাম বকুল, চমন গাজী, মেহেদী হাসান জ্যাকি, এসএম ফয়সাল, চমন গাজী, রুমেল আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ কমিটির নেতৃবৃন্দকে মিষ্টি মুখ করান ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।