কাজি মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর নির্বাহী বিভাগ হতে নির্দেশনা মোতাবেক ২০ শে জুলাই ২০২২ রোজ বুধবার হতে সারা বাংলাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে রাত আটটার পর সরকার নির্ধারিত দোকানপাট ছাড়া বাকি সকল কিছু বন্ধ রয়েছে।
নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ এর সুযোগ্য সফল চেয়ারম্যান জননেতা মোঃ কুদরত আলী এর এক আদেশে রাত্রি আটটার পর নির্ধারিত দোকান ছাড়া সকল দোকান পাট, মার্কেট বন্ধ কার্যকর হয়েছে।
২০ শে জুলাই ২০২২ সকাল ১০ ঘটিকা হইতে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ এর সুযোগ্য চেয়ারম্যান জননেতা মোঃ কুদরত আলীর স্বাক্ষরকৃত এক আদেশ বার্তা নাগরপুর বাজারের প্রতিটি জায়গায় প্রচারণা করা হয়।
নাগরপুর বাজারের প্রতিটি ব্যবসায়ী চেয়ারম্যান মোঃ কুদরত আলীর এই আদেশ বার্তাকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী কমিটির নির্দেশকৃত সারা বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত্রি আটটার পর নির্ধারিত দোকান ছাড়া বাকি সকল কিছু বন্ধ রেখেছেন।
রাত্রি আটটার পর নাগরপুর বাজার প্রদক্ষিণ করলে সরেজমিনে দেখা যায়, নির্ধারিত কিছু দোকানপত্র ছাড়া বাকি সকল কিছু বন্ধ রয়েছে।
এছাড়া প্রশাসন ও বিদ্যুৎ বিভাগ অত্যন্ত তৎপরতার সাথে তা পর্যবেক্ষণ করছেন।
নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ এর সুযোগ্য সফল চেয়ারম্যান জননেতা মোঃ কুদরত আলী রাত্রি আটটার পর সরেজামিনে বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেছেন।
একপর্যায়ে চেয়ারম্যান মো: কুদরত আলীর সাথে গণমাধ্যমের সংক্ষিপ্ত কথা হয়। চেয়ারম্যান মো: কুদরত আলী গণমাধ্যমকে জানান, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, আমরা নাগরপুর সদর এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার জন্য রাত্রি আটটা থেকে নির্ধারিত দোকানপাট ছাড়া সকল দোকানপাট বন্ধ রেখেছি। আমি নাগরপুর বাজারের সকল ব্যবসায়ীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে তারা আমি তথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে একাত্বতা প্রকাশ করে রাত্রি আটটার পর বিদ্যুৎ সাশ্রয়ীর জন্য সকল কিছু বন্ধ রেখেছেন।
এছাড়াও আমি নিজে ও আমার ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ সহ নাগরপুরের প্রশাসন তৎপর রয়েছে যাতে এই নির্দেশনার কোন অপব্যবহার না ঘটে। ইনশাআল্লাহ,আমরা এই নির্দেশনা বাস্তবায়ন করতে পারলে হয়তোবা আগাম বিপদ হতে রক্ষা পেতে পারি।
আমি আবারো নাগরপুর বাজারের সকল স্তরের ব্যবসাযী, প্রশাসন এবং বিদ্যুৎ বিভাগ সহ গণমাধ্যমের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে স্বতঃস্ফূর্তভাবে সরকারের এই নির্দেশনায় সাড়া দিয়েছেন।