নিউজ বাংলা ডেস্কঃ কুষ্টিয়ার কুমারখালীতে মো. সেলিম (৪৫) নামে হত্যা মামলার এক আসামিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে গুরুতর জখম অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নিহত সেলিম কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত সেকেন আলীর ছেলে। তিনি একই এলাকার হুমায়ুন মন্ডল হত্যা মামলার আসামি ছিলেন।
কুমারখালী থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ইটভাটার শ্রমিক সেলিম সকাল সাড়ে ৯টার দিকে ভাটায় কাজে যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ সাইদুল ইসলাম (৩৫), আসলাম হোসেন (৪০), রাজু আহমেদ (২৫) সহ ৫-৬ জন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্বজন ও স্থানীয়রা সেলিমকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, সেলিম একটি হত্যা মামলার আসামি ছিলেন। প্রতিপক্ষরা সোমবার সকালে তাকে কুপিয়ে হত্যা করেছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৬ মে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চরপাড়া গ্রামের হুমায়ুন মন্ডল (৪৪) নামে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় আসামি ছিলেন সেলিম।