কাজি মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের মির্জাপুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চে ভাষনের ছাপানো অনুলিপি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে মির্জাপুর সরকারি কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা রবি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাসের উদ্যোগে এই অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্ত্রতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহামুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, সাবেক মেয়র মোশারফ হোসেন মনি, আয়োজক অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, মির্জাপুর কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রমুখ।
পরে উপজেলার ১৭০ টি প্রাথমিক বিদ্যালয়, ৫৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪ টি মাদ্রাসা এবং ৮ টি কলেজের প্রতিনিধিদের হাতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের ছাপানো অনুলিপি তুলে দেন প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি ও অতিথিবৃন্দ।