রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে অটোরিকশার সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করার দাবীতে আন্দোলন করেছে মহাগনরীতে চলাচলকারি অটোরিকশা চালক ও মালিকরা।
২৮ আগষ্ট রবিবার সকাল ৮.০০ টায় রাজশাহী সিটি কর্পোরেশনের মুল ফটকের সামনে কয়েক শত অটোরিকশা চালক, শ্রমিক ও মালিকরা ব্যানার হাতে নিয়ে আন্দোলন করেছে। এতে অটোরিকশার ভাড়া সর্বনিম্ন ১০ টাকা করার দাবী জানান এবং চলমান আন্দোলন থেকে ঘোষনা করে দাবী না মানা পর্যন্ত সকল অটোরিকশা বন্ধ থাকবে। এতে চরম ভোগান্তিতে পড়ে নগরীতে চলাচল করা সাধারণ মানুষ। এসময় তাদের আন্দোলনে যোগা না দেয়া সাধারণ অটোরিকশা গুলোকে বাঁধা দেওয়া হয়। বেলা গড়ার সাথে সাথে আন্দোলনকারিদের সংখ্যা বাড়লে বন্ধ হয়ে যায় মুলফটকের একটি রাস্তা। এতে চরম ভোগান্তিতে পড়ে রাস্তায় চলা অন্যান্য গাড়ি ও সাধারণ মানুষ। অবস্থা স্বাভাবিক করতে রাসিকের পক্ষ থেকে তিন জন কাউন্সিলর আন্দোলনকারিদের সাথে কথা বলেন। রাসিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন আনার ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। এছাড়াও রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় মেয়রের এপিএস আঃ ওয়াহেদ খান টিটু উপস্থিত ছিলেন। এসময় অটোরিকশা চালকরা দাবী করেন, দেশে প্রতিটি দ্রব্যের মুল্য বৃদ্ধি হয়েছে। শুধু তাই নয়, অটো চালকদের ড্রাইভিং লাইসেন্স ফি বাড়ানো হয়েছে, গাড়ির লাইসেন্স ফি বাড়ানো হয়েছে। কিন্তু আমাদের অটোরিকশার ভাড়া বৃদ্ধি করা হয়নি। তাই আজ আমাদের দাবী কোন শর্ত ছাড়াই আমাদের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করতে হবে। রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই আমাদের আস্থার মানুষ এবং প্রাণপ্রিয় নেতা, তাই আমরা তার কাছে আজ এসেছি ভাড়া বাড়ানোর দাবী নিয়ে। অপর দিকে মেয়র প্রতিনিধি হিসেবে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন তাদের দাবীর সাথে সম্মত হয়ে ১০ সদস্যের প্রতিনিধি কমিটি করার পরামর্শ দেন। যেন এই ১০ জন মেয়রের সাথে সাক্ষৎ করতে পারেন এবং তাদের দাবী তুলে ধরতে পারেন। আব্দুল মমিন বলেন, রাসিক মেয়র, আপনাদের মেয়র। আর বর্তমান মেয়র হচ্ছে জনদরদী মেয়র। আপনারা নিরাস হবেন না, অবশ্যই মেয়র আপনাদের সর্ব দিক বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিবেন। পরে আবুল মমিন মেয়রের সাথে সাক্ষাতের জন্য আগামীকাল সময় দেন। কিন্তু আন্দোলনকারিরা আব্দুল মমিনের কথা মেনে নিয়ে স্থান ত্যাগ করলেও দাবী আদায় না হওয়া পর্যন্ত সকল অটোরিকশা বন্ধ রাখার ঘোষনা দেন।
উল্লেখ, অটোরিকশার লাইসেন্স ফি আট হাজার পঞ্চাশ টাকা (নতুন) ২৫৫০ টাকা নবায়ন। ড্রাইভিং লাইসেন্স ফি ৩০০( নতুন) নবায়ন ২০০ টাকা