এম রহমানঃ কুষ্টিয়া দৌলতপুরে পি,এস,এস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী আওয়ামীলীগ নেতা শহীদ হাসিনুর রহমামানের ২য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (২৯আগষ্ট) সাকাল ১১টায় পি,এস,এস মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে সাবেক সভাপতি শহীদ হাসিনুর রহমান, মরহুম আরজেদ আলী ,মরহুম ফরিদ মোল্লা, মরহুম আব্দুল কুদ্দুস এর স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানের মধ্যে ছিল শহীদ হাসিনুর রহমান, মরহুম আরজেদ আলী ,মরহুম ফরিদ মোল্লা, মরহুম আব্দুল কুদ্দুস এর জীবন ও কর্ম তুলে ধরে স্মরণসভা, মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত ও তবারক বিতরণ।
স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জনাব ইসাহক আলী’র সভাপতিত্বে মরহুমদের স্মরনে স্মৃতি চারন করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম, সহঃ প্রধান শিক্ষক নুরুন্নাহার হীরা ,সহকারী শিক্ষক, নাজিম উদ্দিন, আলফাজ উদ্দিন , মাহবুবুর রহমান প্রমুখ।
স্মৃতিচারন শেষে অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলফাজ উদ্দিন মরহুমদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।
ইল্লেখ্য ২৯ আগস্ট ২০২০ আনুমানিক সকাল ৭:৩০ ঘটিকায় এমপি গলির পশ্চিমে মসজিদের কাছে আততায়ীর হামলায় আহত হন হাসিনুর রহমান। পরে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।তার পিতার নাম ডাক্তার জমির উদ্দিন ফিলিপনগর তথা দৌলতপুরের একজন সুনামধন্য চিকিৎসক ও নামকরা ব্যক্তি ছিলেন। হাসিনুর রহমান কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্ মহোদয়ের আপন ফুফাত ভাই।