রাজশাহী ব্যুরোঃ লক্ষ লক্ষ কর্মজীবি মানুষের চাহিদা আর নগরবাসীর দুর্ভোগ কমাতে টাউন সার্ভিস বাস চালু করেছে রাজশাহী পরিবহন মালিক সমিতি। নগরীর দুইটি রুটে চলবে ৩০ টি বাস। আর এই রুট দুটি হলো নওহাটা থেকে রাজশাহী কোর্ট ও কাটাখালি থেকে কোর্ট। ১ নং রুট কাটাখালি থেকে কোর্ট পর্যন্ত বাস ষ্টপেজ হিসেবে থাকবে ১৫ টি ষ্টেশন ও ২ নং রুট নওহাটা থেকে কোর্ট পর্যন্ত থাকবে ১৪ টি ষ্টেশন। তবে প্রতিবেদন লিখা পর্যন্ত ভাড়ার তালিকা চুড়ান্ত করেনি পরিবহন মালিক সমিতি।
উল্লেখ্য, গত ২৮ আগষ্ট রবিবার সকাল থেকে লক্ষ লক্ষ মানুষকে জিম্মি কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করেছে মালিক ও চালকরা। অটোরিকশা চলাচল বন্ধ হওয়ায় বেশ বিপাকে পড়েছেন সাধারণ জনগণ। জনগনকে এই জিম্মিদশা থেকে উদ্ধার করতে নগরীবাসিকে টাউন সার্ভিস বাস উপহার দিয়েছে রাজশাহী বাস মালিক সমিতি। এমন ফেসবুক ষ্টেটাস দিয়েছে রাজশাহী পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জর। এতে করে অটোরিকশা বন্ধ হলেও নগরীতে সাধারণ যাত্রীদের চলাচলে যে দুর্ভোগ তৈরী হয়েছিল তা অনেকটায় নিরসন হয়েছে।