দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আবুল কয়েল (৫০) এক আওয়ামী লীগ নেতাকে মারধর করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরের দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চক দিয়াড় বিসিকে বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত আওয়ামী লীগ নেতা ও প্রত্যক্ষদর্শীরা জানাই, একই এলাকার শফিউল ইসলামের ছেলে তমাল এর কাছ থেকে আবুল কয়েল নামে ওই আওয়ামী লীগ নেতা মোটরসাইকেল বিক্রয়ের টাকা পেত। রবিবার দুপুরে ওই টাকা চাইতে গেলে তমাল, তুষার শফিউল সহ তাদের লোকজন হাতুড়ি ও লোহার রড দিয়ে আবুল কয়েল কে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা আহত আবুল কয়েল কে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করেন। এ ঘটনায় হামলা শিকার ওই আওয়ামী লীগ নেতা বাদী হয়ে দৌলতপুর থানায় এজাহার দায়ের করেছেন। এ ব্যাপারে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা একটি এজাহার পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।