নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়ার দৌলতপুরে (২৭অক্টোবর) থানা বাজারের খবির উদ্দিন সুপার মার্কেটের ২য় তলায় রপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে।
রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকের কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন।
রূপালী ব্যাংকের বিভাগীয় প্রধান হেমন্ত কুমার দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভাচুয়াল মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের প্রধান পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। বক্তব্য দেন উপমহাব্যবস্থাপক হাবিবুর রহমান, সেলিম উদ্দিন, রপালী ব্যাংকের উপশাখার ব্যবস্থাপক আব্দুল আলীম বাপ্পী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ভেড়ামা ও হোসেনাবাদ রুপালী ব্যাংক শাখার ব্যবস্থাপক, অফিসার, দৌলতপুর থানাবাজার এলাকার একাউন্ট হোল্ডার, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।