রাজশাহী ব্যুরো: নিখোঁজের তিনদিন পর রাজশাহী বাঘায় একটি আম বাগান থেকে সাব্বির হোসেন (১৬) নামে দশম শ্রেণির শিক্ষার্থী মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাঘার মনিগ্রাম গ্রামীণ ব্যাংকের পেছনে তুলসিপুর এলাকার এক আম বাগানের নালা থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। সাব্বির হোসেন উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও একই এলাকার হায়দার আলীর ছেলে। পুলিশ ধারণা করছে সাব্বিরকে হত্যার পর সেখানে মরদেহ ফেলে রাখা হয়েছে।
বাঘা থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বির হোসেন গত রোববার (৩০ অক্টোবর) স্কুল ছুটির পর বিকেল ৪টার দিকে বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু তার পর সে আর বাড়ি ফিরেনি। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ওইদিনই সাব্বিরের চাচা শরিফুল ইসলাম বাদী হয়ে বাঘা থানা একটি সাধারণ ডায়েরি করেন।
এ অবস্থায় গত সোমবার (৩১ অক্টোবর দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকার চারঘাট-ঈশ্বরর্দী সড়কের পাশে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারিবিহীন ভ্যানটি পাওয়া যায়।
নিখোঁজের তিনদিন পর বুধবার মনিগ্রাম গ্রামীণ ব্যাংকের পেছনে তুলসিপুর বজলু মাষ্টারের আম বাগানের নালার মধ্যে সাব্বিরের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে ভ্যানের ব্যাটারি ছিনতাইয়ের জন্য ছিনতাইকারীরা সাব্বিরকে হত্যা করে মরদেহ আমবাগানের নালার মধ্যে ফেলে রেখেছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।