নিউজ ডেস্কঃ দৌলতপুরে জেলহত্যা দিবস পালিত কুষ্টিয়ার দৌলতপুরে জেলহত্যা দিবস পালিত হয়েছে বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকাল: ৩ টায় দৌলতপুর উপজেলা আল্লারদর্গা নরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়াম আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৌলতপুর আওয়ামী লীগের সদস্য আওয়ামী লীগ নেতা মোঃ হাবিবুর রহমান লস্কর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ দৌলতপুর উপজেলা শাখা
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ
দৌলতপুর আওয়ামী লীগ আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-দৌলতপুর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান মোঃ জামিরুল ইসলাম বাবু উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সাইফুল ইসলাম জাদু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, মোঃ আসাদুজ্জামান চৌধুরী লোটন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরদার আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রুহুল আমিন, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, মোঃ সাইদুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেওয়ান হাফিজুর রহমান, মোঃ খলিলুর রহমান মেম্বর, মোঃ সেরেকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেতা মোঃ ঝন্টুর রহমান রিকাত, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দৌলতপুর উপজেলা শাখার সহ-সভাপতি, মোঃ মেহেদী হাসান, অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা পরিচালনা করেন-দৌলতপুর আওয়ামী লীগের সদস্য মোঃ মামুনুর রহমান (মামুন কবিরাজ )
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।