আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর কুষ্টিয়া দৌলতপুরে বিশিষ্ট সমাজ সেবক বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির শ্রমো বিষয়ক সম্পাদক খালেক ট্রেডিং কর্পোরেশন এর স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান খালেক নেতৃত্বে নেতা কর্মীদের সাথে নিয়ে জেলা হত্যা দিবসের আলোচনা সভায় উপস্থিত হন ।
বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় আদাবাড়ীয়া বাজার হতে নেতা কর্মীদের নিয়ে একটি র্যালী শুরু করে গরুড়া বাজার-প্রাগপুর বাজার- ডাং মড়কা বাজার- মথুরাপুর বাজার- হোসেনাবাদ বাজার- তারাগুনিয়াবাজার- দৌলতপুর উপজেলায় গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত হন।
এ সময় তার সাথে আদাবাড়ীয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এ সময় খালেক বলেন, ১৯৭৫ সালে ৩রা নভেম্বর জেল খানায় জাতীয় ৪ নেতাকে হত্যা কেরেছিল পাকিস্তানের অনুসারীরা। জেল খানা হচ্ছে সব থেকে নিরাপদ স্থান সেখানে থেকে-ও তারা রক্ষা পাই নাই। তারা ভেবে ছিল বঙ্গবন্ধু কে হত্যার পর ৪ নেতাকে হত্যা করলে মনে হয় আওয়ামীলীগ শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তাদের ধারনা ভুল প্রমাণিত করে দিয়েছে। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন সম্পর্কে সাধারণ মানুষকে বোঝাতে এই হোক আমাদের সকলের জেল হত্যা দিবসে আমাদের অঙ্গীকার।