মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি ” ক্রীড়া সুস্থ মনোবল আত্নবিশ্বাস আর মাদক মুক্ত স্বনীল বাংলাদেশ ” এই প্রতিপদ্যেকে সামনে রেখে
পটুয়াখালী দশমিনা উপজেলায় বৃহস্পতিবার বিকেল ৫ টায় সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ শুভ উদ্ধোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন পুলিশ সুপার পটুয়াখালী সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আজিজ, ভাইস চেয়ারম্যান নাসির পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান সামচুরন্নাহার খান ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মু.নেছার উদ্দিন, বেতাগীসানকিপুর ইউনিনের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান সাগর সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।
সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন দশমিনা উপজেলার যুব সমাজকে মাদক থেকে মুক্ত করার জন্য খেলার মাঠমুখি কারা জন্য ব্যাপক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ পুলিশ সবসময় জনগনের পাশে আছে এবং থাকবে। এই খেলাধূলার মাধ্যমে মাদক থেকে যুব সমাজ দূরে থাকবে। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে উপস্থিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল খেলায় উদ্বোধনী দুই দল সহ সকল দলকে এবং খেলা উপভোগকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উদ্ধোধনী খেলায় অংশ গ্রহন করেন দশমিনা ইউনিয়ন ও বেতাগী সনকিপুর ইউনিয়ন। উক্ত খেলায় বেতাগীসানকিপুর ইউনিয়ন দশমিনা ইউনিয়নকে ১ গোলে পরাজিত করেন।
খেলা পরিচালনা করেন মোঃবেল্লাল হোসেন, জহিরুল ইসলাম সদস্য বাফুফে এবং মফিজুর রহমান বিপিএড।