দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের অনিয়ম দূর্নীতির তথ্য সংগ্রের জন্য শুক্রবার দুপুরে সাংবাদিকরা হাসপাতালে গেলে নার্সের পরিবারের লোকজন হামলা চালায়।
ভুক্তভোগী সাংবাদিক বলেন, সংবাদ পায় নার্স বেবি প্রতিনিয়ত রুগিদের সাথে খারাপ ব্যবহার করে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে সংবাদ সংগ্রহে গেলে নার্স বেবি সাংবাদিকদের উপর হামলা চালানোর জন্য লাঠি নিয়ে তেড়ে আসে এবং বলে ভিডিও করলে ক্যামেরা ভেঙে দিবো এবং পরে ক্যামেরার উপর হামলা চালায়।
বিষয়টি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ও তৌহিদুল হাসান তুহিন কে মুঠোফোনে জানালে তিনি আবাসিক মেডিকেল অফিসার সামছুল আরেফিনকে পাঠান। দুপুর অনুমানিক ২ টা ৩০ মিনিটে হাসপাতাল গেটের ভিতরে সামছুল আরেফিনের সাথে কথা বলার সময় আহসান হাবীব কালু ডাক্তারের নেতৃত্বে বহিরাগত ক্যাডার বাহিনী সাংবাদিকদের উপর হামলা চালায়। এ সময় সাংবাদিক তুহিন, রনি আহমেদ,আছানুল হক, মিজানুর রহমান আহত হয়।
সাংবাদিকরা বাদি হয়ে এ বিষয়ে দৌলতপুর থানায় একটি এজাহার দাখিল করেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, সাংবাদিক বাদি হয়ে দৌলতপুর থানায় একটি এজাহার দাখিল করেছে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন এই কর্মকর্তা।