ফরিদ উদ্দিনঃ জমকালো আয়োজনের মধ্যদিয়ে মোহনা টিভির ১৩ বছরে পদার্পণ উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে দিবসটি পালন করা হয়।
আজ সকাল ১১ টায় দৌলতপুর থানা বাজার এলাকায় র্যালি শেষে দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের অফিস কক্ষে আলোচনা সভা, কেক কেটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কুষ্টিয়া জেলা (পশ্চিম) প্রতিনিধি মানজারুল ইসলাম খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এজাজ আহমেদ মামুন, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল জব্বার, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি দৌলতপুর থানার সেকেন্ড অফিসার মোঃ কাউসার।
প্রধান অতিথী এ্যাড.এজাজা আহম্মেদ মামুন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের মন জয় করে নিয়েছে মোহনা টেলিভিশন । দ্রুত তম সময়ের মধ্যে সংবাদ সরবরাহ করতে গিয়ে অনেক মিডিয়া প্রতিযোগিতা করতে হয়, এতে করে অনেক সময় ভুল হওয়ার আশঙ্কা থাকলেও সেক্ষেত্রে মোহনা টেলিভিশন ব্যতিক্রম। তারা গণমানুষের কথা বলে। সকলের মনজয় করার জন্য বস্তনিষ্ঠ সংবাদ প্রচার করে। সেই সঙ্গে আগামী দিনে দেশের উন্নয়নে অনিয়ম, দুর্নীতি, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আরও এগিয়ে বেশি করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।
অনুষ্ঠানে এছাড়াও আরও উপস্থিত ছিলেন- দৌলতপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।